Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-১০-২০১৭

ভন্ডবাবা রামরহিমের পাঁচ অদ্ভুত কীর্তি

ভন্ডবাবা রামরহিমের পাঁচ অদ্ভুত কীর্তি

চন্ডিগড়, ১০ সেপ্টেম্বর- গুরমিত রাম রহিম সিং ইনসান। আপাতত নামটিই যথেষ্ট। এক ডাকেই 'রকস্টার বাবা'কে এখন সকলে চেনেন। তার কীর্তিকলাপ সম্বন্ধেও ধারণা রয়েছে অনেকের। ভন্ডবাবার ফিল্মি ক্যারিয়ারও নেহাত খারাপ নয়। কিন্তু সে সব ছবিতে বাবা এমন কিছু কাণ্ড করেছেন, ঠান্ডা মাথায় ভাবলে বুঝবেন তা নেহাতই অসম্ভব। ভন্ডবাবার তেমনই পাঁচ অদ্ভুত কীর্তি।  

১. জমকালো স্টেজ। সামনে অগণিত দর্শক। থুড়ি, ভক্ত বলাই ভালো। স্টেজে দাঁড়িয়ে স্বয়ং বাবা রাম রহিম সিং। তিনি ভগবানকে ডাকছেন। কিন্তু সাধু-সন্তদের মতো ঢোল বাজিয়ে সাধন-ভজন নয়। বরং 'বাবা'র হাতে রয়েছে ইলেকট্রিক গিটার! রয়েছে অত্যাধুনিক বাদ্যযন্ত্র।

 
২. বাবা একাই হিরো। পরিচালনা, প্রযোজনা, অভিনয়-সবই একার হাতে সামলান। ফলে ভিলেনদের একাই সামলে নেবেন, এ তো স্বাভাবিক। কিন্তু তা করতে গিয়ে হাওয়ায় ভেসেও বেড়িয়েছেন 'বাবা'! এ বোধহয় একমাত্র 'বাবা'ই পারেন!

৩. হলফ করে বলা যায়, রাম রহিমের মতো অ্যাকশন সিকোয়েন্সের কাছে তাবড় তাবড় ফিল্ম মেকাররা হার মেনে যাবেন। বাইক নিয়ে আগুনের মধ্য শূন্যে চক্কর…

৪. বাবার আরোও কীর্তি! হাতির উপর হাওদায় বসে এক রাজা। বাবার হাতের এক থাবায় হাতির মাথা থেকে সরাসরি মাটিতে ল্যান্ড করলেন! 'মেসেঞ্জার অব গড'র হাত বলে কথা! এ তো হবেই।

৫) রাম রহিমের ইংরেজি নিশ্চয়ই আপনি শুনেছেন। বাবার 'নেভার এভার' মনে আছে নিশ্চয়ই। কী বললেন? শোনেননি এখনও! বাবার বিচারে এ তো অপরাধ। এমন বলতে আছে।

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে