Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৭-২০১৭

টাঙ্গাইলে সড়কে ঝরল ১১ প্রাণ

টাঙ্গাইলে সড়কে ঝরল ১১ প্রাণ

টাঙ্গাইল, ০৭ সেপ্টেম্বর- টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল লিংক রোড এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন ও মধুপুরে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

এদিকে সখীপুরে বাস-ট্রাক সংঘর্ষে আহত হয়েছে ১০ জন। এ নিয়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বাসাইল লিংক রোড এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এলঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম পূর্বপশ্চিমকে জানান, দুপুর বাসাইল লিঙ্ক রােডর সামন ঢাকামুখী একটি মাইক্রাবাসের সঙ্গে বঙ্গবন্ধু সেতুমুখী ট্রাকের মুখােমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই মাইক্রাবাসের চার যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার কর টাঙ্গাইল জেনারল হাসপাতালে নেয়া হলে সেখান আরো  চারজন মারা যান। নিহতদের মধ্য তিনজন নারী, একজন শিশু ও  ৫ জন পুরুষ রয়েছেন। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও সাইদুর রহমান ৯ জন নিহতের বিষয়টি নিশ্চিত করছন।

এদিক জেলার মধুপুর সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার টলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাসনাত চৌধুরী হিমল এবং সিরাজুল ইসলাম সােহাগ। নিহত দুইজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজলার এনায়তপুরে। 

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর মােটরসাইকেলযােগ নেত্রকানায় বেড়াত যান হিমল-সােহাগসহ বন্ধুরা। বৃহস্পতিবার নেত্রকানা থেকে টাঙ্গাইল ফেরার পথে উপজেলার টলকি এলাকায় পৌঁছাল হঠাৎ করে তাদের মােটারসাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সোহাগ নিহত হন। আহত হিমলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে হিমেল মারা যান। 

মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম দুর্ঘটনার দুইজন নিহত হওয়ার বিষয়টি পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন। 

অন্যদিক জেলার সখীপুরে বাস-ট্রাক মুখােমুখি সংঘর্ষ দুই চালকসহ ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সখীপুর-ঢাকা সড়কর প্রতীমা বংকী মাজারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সখীপুর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সাগরদিঘী থেকে ঢাকাগামী বাস ফেরদৌস পরিবহন (ঢাকা মেট্রাে-জ-১১-১৩১৮) ও বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রাে-ট-১৮-৭৮৫৩) উপজেলার প্রতীমা বংকী মাজারপাড় এলাকায় সাইড দিতে গিয়ে মুখামুখি সংঘর্ষ বাঁধে। এতে বাস ও ট্রাকের চালকসহ ১০ জন আহত হয়। 

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

টাঙ্গাইল

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে