Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৯-০৪-২০১৭

তৃতীয় সন্তান আসছে প্রিন্স উইলিয়াম-কেট দম্পতির ঘরে

শাহেদ হোসেন


তৃতীয় সন্তান আসছে প্রিন্স উইলিয়াম-কেট দম্পতির ঘরে

লন্ডন, ০৪ সেপ্টেম্বর- তৃতীয় সন্তানের জনক হচ্ছেন প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম। সোমবার কেনসিংটন প্রাসাদ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে,  ‘ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করেছেন যে, ডাচেস অব ক্যামব্রিজ তাদের তৃতীয় সন্তান আশা করছেন। এই সংবাদে রানী ও উভয় পরিবারের সদস্যরা আনন্দিত।’

২০১১ সালে প্রিন্স উইলিয়াম ও কেট মিলটন ২০১১ সালের এপ্রিলে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এদের মধ্যে ছেলে জর্জের বয়স চার আর মেয়ে চার্লটির বয়স দুই বছর। সম্প্রতি এক অনুষ্ঠানে কেট রসিকতা করে বলেছিলেন, ‘আমরা আরো সন্তান আশা করছি।’

আর/১৭:১৪/০৪ সেপ্টেম্বর

ইউরোপ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে