Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.1/5 (15 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-১০-২০১৭

স্কুল থেকে ফিরেই ধর্ষণের শিকার ৫ বছরের শিশু! 

স্কুল থেকে ফিরেই ধর্ষণের শিকার ৫ বছরের শিশু! 

নাটোর, ১০ আগস্ট- নাটোরের বাগাতিপাড়ায় ভাদু (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার জামনগরের রওশনগিরি পাড়ায় এ ঘটনা ঘটে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে ওইদিন রাত ৮ টার দিকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার (১০ আগস্ট) সকালে তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত ভাদু একই গ্রামের আজগর আলীর ছেলে। ভাদু ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

শিশুটির মায়ের অভিযোগ, চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকের শিশু শ্রেনীতে পড়ে ওই শিশু। স্কুল থেকে বাড়ি ফেরার পর বাড়ির পাশে খেলছিল শিশুটি। এসময় চকলেট খেতে দেওয়ার লোভ দেখিয়ে তাদের বাড়ির পাশের মুদি দোকানী ভাদু নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে করে শিশুটিকে। সে সময় চিৎকার করার চেষ্টা করলে শিশুটির মুখ ও হাত-পা চেপে ধরে। এক পর্যায়ে শিশুটিকে কাউকে না জানানোর কথা বলে ছেড়ে দেওয়া হয়। ভীত শিশুটি তার পরনের কাপড় হাতে নিয়ে মায়ের কাছে গিয়ে কাঁদতে থাকে।

সে সময় মা জিজ্ঞেস করলে ঘটনাটি খুলে বলে। তাৎক্ষনিকভাবে এ ঘটনা কাউকে না জানানোর সিদ্ধান্ত নিয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করেননি শিশুটির মা। এরপর বিকেলে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তার ভ্যানচালক বাবাকে জানানো হয়। বাবা স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুসকে জানালে তাঁর পরামর্শে ওইদিন বিকেলে থানায় নেওয়া হয় শিশুটিকে। সেখানে ওসি প্রাথমিকভাবে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর রাত ৮ টার দিকে শিশুটিকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে নাটোর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শিশুটির মা সাংবাদিকদের বলেন, শিশুটির উপর যে অমানবিক অত্যাচার করা

হয়েছে সেই লম্পট ভাদুর বিচার চাই। শিশুটির বাবা জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বাগাতিপাড়া থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি, তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএ/ ০৭:১৮/ ১০ আগস্ট

নাটোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে