Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (17 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৯-২০১৭

ফরিদপুরের ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

ফরিদপুরের ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

ফরিদপুর, ০৯ আগস্ট- আগামী একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। সব দলের অংশগ্রহণ ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ নির্বাচনের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সেক্ষেত্রে তৃণমূলে সম্পৃক্ত ও দলের জন্য নিবেদিতদের আগামীতে মনোনয়ন দেয়ার কথাও ভাবা হচ্ছে দলের হাই কমান্ডের পক্ষ থেকে। ইতিমধ্যে ফরিদপুর জেলার ৪টি আসনের প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে আওয়ামী লীগ। দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা): বর্তমান সাংসদ ও দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমানকেই আবারো দলীয় মনোনযন দেয়া হচ্ছে আসনটিতে। তৃণমূলে ব্যাপক গ্রহণযোগ্যতা, ক্লিন ইমেজ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা হিসাবে দলীয় সভানেত্রীর সবুজ সংকেতও পেয়েছেন তিনি। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জেতাতে নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে মন্ত্রিসভা রদবদলে যে কয়েকজন এমপির নাম মন্ত্রিত্ব পেতে পারেন বলে আলোচনায় রয়েছেন তাদের মধ্যে আব্দুর রহমান অন্যতম।

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা): বর্তমান এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বয়সজনিত কারণে নির্বাচন নাও করতে পারেন। সেক্ষত্রে তার ছেলে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলুকেই মনোনয়ন দেয়া হতে পারে। আয়মন আকবরও নিজ নির্বাচনী এলাকাতে ব্যাপক গণসংযোগ করছেন। পাশাপাশি তরুণদের কাছে ব্যাপক গ্রহণযোগ্য এ নেতা সরকারের উন্নয়ন চিত্র ভোটারদের দ্বারে দ্বারে তুলে ধরছেন।

ফরিদপুর-৩ (সদর): একক প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জি. খন্দকার মোশাররফ হোসেন এমপি আবারো মনোনয়ন পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্নীয় এবং সরকারের একজন সিনিয়র মন্ত্রী হিসাবে যথেষ্ট সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন): দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফরউল্লাহকে এ আসনে মনোনয়ন দেয়া হচ্ছে আওয়ামী লীগ থেকে। তিনি তৃণমূলের পাশাপাশি কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে ক্লিন ইমেজ নিয়ে কাজ করে যাচ্ছেন।

এমএ/ ০৭:২২/ ০৯ আগস্ট

ফরিদপুর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে