Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৮-০৭-২০১৭

জুতা না পরায় স্কুল থেকে বের, ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি

জুতা না পরায় স্কুল থেকে বের, ছাত্রীর আত্মহত্যায় তদন্ত কমিটি

নাটোর, ০৭ আগস্ট- পায়ে জুতা না থাকায় শিক্ষকের বকুনি ও ক্লাস থেকে বের করে দেওয়ায় অভিমানে সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়া খাতুন (১২) আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

তবে স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থী রিয়াকে ক্লাস থেকে বের করে দেয়া হয়নি। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা।

রোববার (৬ আগস্ট) দুপুরে সিংড়া পৌরসভার চক সিংড়া মহল্লায় এ ঘটনা ঘটে। রিয়া চক সিংড়া মহল্লার গোলাম রাব্বানীর মেয়ে।

এদিকে এ ঘটনার খবর পেয়ে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আহসান মৃত ওই শিক্ষার্থীর বাড়িতে যান এবং ঘটনা তদন্তের প্রতিশ্রুতি দেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে ৫ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ দেন।

স্কুল ও নিহতের পরিবার সূত্র জানায়, সিংড়া দমদমা বালিকা বিদ্যালয়ে অন্য দিনের মতো রোববার সকালে অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। অ্যাসেম্বলিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীদের মতো অন্য ক্লাসের শিক্ষার্থীরাও ড্রেসের সাথে জুতা পরে আসেনি। পরে সবাইকে পরবর্তী দিন থেকে ড্রেসের সাথে জুতা পরে আসতে বলেন প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু।

ক্লাস শুরু হলে শ্রেণিশিক্ষক আবু হানিফ ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিয়াসহ তিনজনকে বাড়ি থেকে জুতা পরে আসতে বলেন। কিন্তু রিয়া জুতা পরার জন্য বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঘরের জানালা ভেঙে তার লাশ উদ্ধার করে।

রিয়া খাতুনের সহপাঠি মাহফুজা খাতুন জানায়, প্রতিদিনের মতো সে আর রিয়া এক সঙ্গে স্কুলে যায়। জুতা পরে না যাওয়ায় শিক্ষক রিয়াসহ তাদের ক্লাসের চারজনকে ক্লাস থেকে বের হয়ে যেতে বলেন এবং সোমবার জুতা পরে স্কুলে আসতে বলেন। এ সময় রিয়া কান্নাকাটি করতে করতে বাড়ি চলে যায়।

রিয়ার বাবা গোলাম রাব্বানী বলেন, ‘মেয়ে স্কুল থেকে চলে আসার কারণ জানতে চাই। মেয়ে বলে স্কুল ড্রেসের সাথে জুতা পরে না যাওয়ার কারণে তাকে জুতা পরে স্কুলে যেতে বলা হয়েছে। আমিও মেয়েকে বলি তুমি জুতা পড়ে না গেলে তো স্কুল থেকে বের করেই দেবে, কেন জুতা পরে যাওনি? পরে মেয়ে নিজ ঘরে প্রবেশ করেই দরজা-জানালা আটকে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।’

সিংড়া দমদমা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস আক্তার বানু জানান, প্রতিদিনের মতো সেদিনও স্কুলের অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেণির মতো অন্য ক্লাসের ৭ থেকে ৮জন শিক্ষার্থী জুতা পরে আসেনি। তাদের জুতা পরে আসার জন্য বলা হয়। কেউ কেউ বাড়ি থেকে জুতা পরে এসে ক্লাসে যোগ দেয়। কিন্তু রিয়া নামের ওই শিক্ষার্থী কেন এমন ঘটনা ঘটালো তা বোধগম্য নয়।

তিনি আরও জানান, ড্রেসের সাথে জুতা পরে না আসার কারণে শ্রেণি শিক্ষকও শিক্ষার্থীদের বকাঝকা করেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ছাত্রীর পরিবারের দাবি- স্কুল ড্রেসের সাথে পায়ে জুতা না থাকায় শিক্ষকরা তাকে বের করে দেয়ায় অভিমানে আত্মহত্যা করেছে রিয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নাটোর

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে