Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (70 টি ভোট গৃহিত হয়েছে)

print

আপডেট : ০৬-০৮-২০১৭

নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত

নওগাঁয় পুলিশের গুলিতে দুইজন নিহত

নওগাঁ, ০৮ জুন- নওগাঁর মান্দায় পুলিশের গুলিতে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। হতাহতরা সবাই ডাকাত বলে জানিয়েছে পুলিশ। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাই নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আমজাদ ডাকাতের ছেলে মোজাম্মেল হক (৪০) এবং রাজশাহী জেলার সিনিন্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন (৩৫)। আহতদের মধ্যে ইমরান হোসেনের বাড়ি নাচোল এবং সোহেলের বাড়ি জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর গ্রামে বলে তাৎক্ষণিক জানা গেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে চৌবাড়িয়া বাজারে ৭/৮ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতিতে তারা একটি ট্রাকযোগে পালানোর চেষ্টা করে। পুলিশ ট্রাকটিকে লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি চালালে দুই জন ডাকাত ঘটনাস্থলেই মারা যান। আর দুই জন আহত হন।

আহতদের আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ডাকাত মোজাম্মেল হকের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নওগা

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে