logo

বন্ধুত্বকে মানুষ প্রেমের সাথে গুলিয়ে ফেলে: আদিত্য রায়

বন্ধুত্বকে মানুষ প্রেমের সাথে গুলিয়ে ফেলে: আদিত্য রায়

মুম্বাই, ৩১ জানুয়ারী- বন্ধুত্বকে মানুষ বোঝতে ভুল করে, তারা প্রায়শই বন্ধুত্বকে প্রেমের সাথে গুলিয়ে ফেলে বলে মন্তব্য করেছেন ‘আশিকি ২’ খ্যাত অভিনেতা আদিত্য রায় কাপুর। সাম্প্রতিক সময়ে এই সময়ের বলিউডের আবেদেনময়ী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সাথে প্রেমের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে এমন কথা বলেন তিনি।

জানা গেছে, ‘আশিকি ২’ ছবিতে জুটিবেধে শ্রদ্ধা কাপুরের সাথে অভিনয়ের পর থেকেই মিডিয়ায় নানা সময়ে আদিত্য-শ্রদ্ধার প্রেম নিয়ে মুখরোচক গল্প ছড়িয়েছে চারদিকে। কিন্তু এগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাননি শ্রদ্ধা কাপুর কিংবা আদিত্য রায়। দুজন চুটিয়ে ডেটিং করছেন কিনা এমন প্রশ্নে বরাবরই তারা নিজেদের মধ্যে বন্ধুত্বের কথা বলে এসেছেন। এবারো তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি আদিত্য রায় অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘ফিতুর’ নামের একটি ছবির প্রচারণায় গিয়ে শ্রদ্ধার সাথে কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নের সম্মুখিন হলে আদিত্য বলেন, হ্যাঁ, তার সাথে আমার সম্পর্ক আছে। বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু এই সম্পর্ককে অনেকেই প্রেমের সম্পর্কের সাথে গুলিয়ে ফেলেন। আর কখনোই শ্রদ্ধার সাথে তার প্রেম ছিল না বলেও উল্লেখ করেন আদিত্য।