logo

টুইটার পোস্ট থেকে কোটি টাকা আয় করলেন অপরাহ উইনফ্রে (ভিডিও সংযুক্ত)

টুইটার পোস্ট থেকে কোটি টাকা আয় করলেন অপরাহ উইনফ্রে (ভিডিও সংযুক্ত)

লন্ডন, ৩১ জানুয়ারি- জনপ্রিয় মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে টুইটারে একটি পোস্ট প্রকাশ করে নগদ ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার পেয়ে গেছেন।  কিভাবে তিনি ওজন কমালেন এবং এখনও রুটি খেয়ে বেঁচে আছেন, পোস্টটিতে সেটাই জানিয়েছেন ৬১ বছর বয়সী এই তারকা।

মার্কেট ওয়াচের তথ্যানুযায়ী, এই পোস্ট থেকে বাংলাদেশি মুদ্রায় ৯৪ কোটি সাড়ে ১৭ লাখ টাকারও বেশি আয় করেছেন অপরাহ। এতে ওজন কমানো ও ভারসাম্য রক্ষার যন্ত্রাদির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়েট ওয়াচার্সের গুণগান গেয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সঙ্গে যোগ দাও, রুটি খাও, ওজন কমাও।’ পোস্টটির সঙ্গে ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপও প্রকাশ করেছেন উপস্থাপিকা।

টুইটারে উইনফ্রে একথা জানানোর এক ঘণ্টা পর ওয়েট ওয়াচার্স দুই ডলার খরচ করে এটি শেয়ার করে। এরপর তার নিজের টুইট শেয়ার হয়েছে ৬০ লাখ বার। এই জোয়ারের সুবাদে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার চলে এসেছে তার অ্যাকাউন্টে।

পাঠকদের জন্য ভিডিওটি সংযুক্ত করা হল