logo

ইয়েমেনে রাষ্ট্রপতি ভবনের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭

ইয়েমেনে রাষ্ট্রপতি ভবনের কাছে আত্মঘাতী হামলায় নিহত ৭

সানা, ২৯ জানুয়ারি- ইয়েমেনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রপতি ভবনের সামনেই এই হামলা চালানো হয়। রাষ্ট্রপতি ভবনের মাত্র ৫০০মিটারের মধ্যে এই হামলায় নিহতদের মাঝে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিল।

রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেসময় রাষ্ট্রপতি ভবনের মাঝেই ছিল এবং তিনি নিরাপদে রয়েছেন। ইতোমধ্যে হামলায় দায়ভার স্বীকার করেছে সশস্ত্র সংগঠন আইএস। 

সূত্র: বিবিসি