logo

গ্রিসে নৌডুবিতে শিশুসহ ২৪ জন নিহত

গ্রিসে নৌডুবিতে শিশুসহ ২৪ জন নিহত

এথেন্স, ২৯ জানুয়ারি- গ্রিসের সামোস দ্বীপে নৌডুবিতে ১০ শিশুসহ ২৪ শরণার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে বহনকারী একটি নৌকা উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। উপকূলরক্ষীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত ৪৫ শরণার্থী নিখোঁজ রয়েছে। তুরস্ক থেকে আজিয়ান সাগরে করে গ্রিসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল নৌকাটি। ওই দুর্ঘটনার পর ১০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ ছেলে শিশু এবং ৫ মেয়ে শিশু ছিল।

ওই দুর্ঘটনার পর নৌকার আরোহী এক ব্যক্তি কোনো মতে তীরে পৌঁছাতে পেরেছিলেন। তিনি ডুবে যাওয়া নৌকা থেকে সবাইকে উদ্ধার করতে সেখানে থাকা উপকূল রক্ষীদের কাছে সাহায্য চান। পরে উপকূল রক্ষীদের নৌকা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

ওই শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। এর আগে গ্রিসের কোস দ্বীপ থেকে বুধবার দুই শিশুসহ সাত শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছিল উপকূলরক্ষীরা। এছাড়া গত সপ্তাহে একদিনেই দু’টি পৃথক নৌডুবির ঘটনায় ৪৫ শরণার্থীর মৃত্যু হয়েছিল।