logo

দেশে কোটিপতির সংখ্যা লক্ষাধিক

দেশে কোটিপতির সংখ্যা লক্ষাধিক

ঢাকা, ২৬ জানুয়ারী- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদকে জানিয়েছেন, বিগত পাঁচ বছরে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে। ২০১১ সালে দেশের ব্যাংকগুলোতে কোটিপতির অ্যাকাউন্ট ছিল ৭৮ হাজার ১৫০ জন। ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

জাতীয় সংসদে গতকালের বৈঠকের প্রশ্নোত্তর পর্বে মো. সোহরাব উদ্দিনের (কিশোরগঞ্জ-২) এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী সংসদকে জানান, দেশে বর্তমানে কোটি টাকার হিসাবধারী রয়েছেন ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন। মন্ত্রীর দেওয়া হিসাবে দেখা যায়, ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটিপতির হিসাব সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০টি, ২০১২ সালের একই সময় পর্যন্ত ৯০ হাজার ৬৫৫টি, ২০১৩ সালে ৯৮ হাজার ৫৯১টি, ২০১৪ সালে ১ লাখ ৮ হাজার ৯৭৪টি এবং ২০১৫ সালে ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।

ছয় মাসে আয়কর আদায় ২১ হাজার কোটি টাকা : স্বতন্ত্র সদস্য মো. রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদকে জানান, গত অর্থবছরের প্রথমার্ধে (ডিসেম্বর ২০১৫ পর্যন্ত) ২১ হাজার ২৮ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে আয়কর আদায় হয়েছিল ১৯ হাজার ১৪৬ কোটি টাকা। হাজেরা খাতুন (মহিলা আসন-৩৯) এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে দেশে ব্যক্তি পর্যায়ে করদাতার সংখ্যা ১৭ লাখ ৫১ হাজার ৫০৩ জন।

বৈদেশিক সহায়তা বেড়েছে ৬ ভাগ : এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, ?চলতি অর্থবছরের (২০১৫-১৬) ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ১৫৯২ দশমিক ৪১ মিলিয়ন মার্কিন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গত ২০১৪-১৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত বৈদেশিক সহায়তার পরিমাণ ছিল ১৫০১ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার।