logo

গল্প তৈরি, আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল

গল্প তৈরি, আসছে ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল

২০০৯ সালের সুপারহিট সিনেমা ‘থ্রি ইডিয়টস’ ফিরছে রুপালি পর্দায়। আমির খান, আর মাধবন এবং শারমান জোশিকে নিয়ে নির্মাতা রাজকুমার হিরানি নির্মাণ করতে যাচ্ছেন ‘থ্রি ইডিয়টস’ সিক্যুয়েল। জানা গেছে, সিনেমাটি বানানোর জন্য কাহিনী নাকি ইতিমধ্যেই লেখা হয়ে গেছে।

গতকাল ‘রং দে বাসন্তি’ ছবি মুক্তির ১০ বছর উদযাপন উপলক্ষে অভিনেতারা একত্রিত হয়েছিলেন। ছবিটিতে আমিরের সঙ্গে ছিলেন আর মাধবন এবং শারমান জোশি, যারা ‘থ্রি ইডিয়টস’ ছবিতেও আমিরের সহঅভিনেতা ছিলেন। অনুষ্ঠানে এই তিন অভিনেতাই উপস্থিত ছিলেন। তখন আমির গণমাধ্যমে সিক্যুয়েলের খবরটি জানালেন।

আমির খান বলেন, ‘কয়েকদিন আগে রাজকুমার হিরানি আমাকে জানিয়েছিল থ্রি ইডিয়টস ছবির সিক্যুয়েলের জন্য কাহিনী প্রস্তুত হয়ে গেছে। খুব শিগগিরই এই ছবির জন্য আমরা আলোচনায় বসব।’