logo

এপ্রিলে আসছে নতুন আইফোন

এপ্রিলে আসছে নতুন আইফোন

এপ্রিলে বাজারে আসছে অ্যাপলের নতুন আইফোন। এই ফোনটির মডেল ‘ফাইভ এসই’।এই ফোনটির স্ক্রিন চার ইঞ্চির। এতে থাকছে নতুন নতুন অনে ফিচার। নতুন এই ‘ফাইভ এসই’ মডেল দেখতে অনেকটাই পুরনো ‘ফাইভ এস’ মডেলের-এর মতো। তবে ফিচারগুলো সবই নতুন। ‘ফাইভ এসই’ মডেলের ফিচারগুলো দেখতে পাওয়া যায় সিক্স-সিরিজের আইফোনে। 

‘এসই’র অর্থ হল ‘স্পেশাল’ এবং ‘এনহ্যান্সড’। অর্থাৎ পুরনো ফাইভ এস মডেলের থেকে উন্নতমানের এই নতুন মডেলের ফোনটি। ইদানিং সিক্স সিরিজের আইফোনের চাহিদা বাজারে থাকলেও, ‘ফাইভ  এস’ মডেলের ফোনও গ্রাহকদের পছন্দ। সেই জন্যই বাজারে আনা হচ্ছে নতুন এই মডেলটি।

সিক্স এস বা সিক্স প্লাস মডেলের ফোনগুলির প্রান্তীয় অঞ্চল যেরকম বাঁক খাওয়ানো, ‘ফাইভ এসই’ মডেলও সেই রকমই। লাইভ ফটোজ, অ্যাপল পে-র মতো ফিচার রয়েছে এই মডেলে। নতুন আইফোনটিতে আছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।