logo

বৃদ্ধ স্বামীর জন্য দুই স্ত্রীর ব্যতিক্রমী উপহার!

বৃদ্ধ স্বামীর জন্য দুই স্ত্রীর ব্যতিক্রমী উপহার!

তার বয়স ৭০ বছর। এসময় তো তার পরকালের চিন্তায় দিন গুজরান করার কথা। কিন্তু দুই স্ত্রীর জোরাজুরিতে শেষে কিনা এ বয়সেই বিয়ের পিড়িতে বসলেন ওই বৃদ্ধ। তিনি বিয়ে করেছেন তার হাঁটুর সমান বয়সী মেয়েকে।

আমরা বলছিলাম সৌদি আরবের তাইফ অঞ্চলের বাসিন্দা আওয়াদ বিন আওয়াইমারের কথা। তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান,‘আমার দুই স্ত্রী যেদিন আমাকে ফের বিয়ে করার প্রস্তাব দিল আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না।’ স্বামীর প্রতি নিজেদের ভালোবাসার প্রমাণ দিতেই নাকি তারা এই প্রস্তাব দিয়েছিলেন। শুধু প্রস্তাব দিয়েই বসে থাকেননি, মেয়েও খুঁজে বের করেছেন। বিয়ের পর নবদম্পতি এখন মধুচন্দ্রিমায় যাচ্ছেন। নতুন বৌকে নিয়ে বেড়াতে যাওয়ার আগেও বাড়িতে থাকা দুই স্ত্রীর কথা ভুলতে পারেননি আল আওয়াদ। তিনি বলেন,‘ওই দুইজন আমার জন্য যা করেছে আমি জীবনেও তা ভুলবো না।’

তবে আরব নিউজে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের নারী পাঠকরা। তারা আওয়াদের ওই দুই স্ত্রী মানসিকভাবে সুস্থ আছেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন।