logo

রণবীর-ক্যাটরিনা ভাঙনে দায়ী আলিয়া!

রণবীর-ক্যাটরিনা ভাঙনে দায়ী আলিয়া!

মুম্বাই, ২৩ জানুয়ারি- পরিবারের অসম্মতি-পার্শ্বচরিত্র হিসেবে সালমানের ভূমিকা এসবই এতো দিন চাউর ছিলো রণবীর-ক্যাটরিনার সম্পর্ক ভাঙার পেছনে। তবে এবার কারণ হিসেবে উঠে এসেছে বলিউডের হার্ট থ্রব আলিয়া ভাটের নাম।

বলিউডের বাতাসে এখন চাউর কয়েক মাস আগে নির্মাতা ইমতিয়াজ আলীর দেওয়া এক পার্টিতে আলিয়া ভাট এবং রণবীর কাপুরকে খুব কাছাকাছি দেখা গিয়েছিলো। ওই পার্টিতে উপস্থিত ছিলো ক্যাটরিনাও। এটাই মোটেও ভালো ভাবে নেননি ‘ধুম থ্রি’ খ্যাত ক্যাট।

পরে বাড়িতে ফেরারপরও এ বিষয়টি নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এটাকেই রণবীর-ক্যাটরিনা সম্পর্কে ইতির জন্য দাবি করছেন কেউ কেউ।

ইতিপূর্বে আলিয়াও বেশ কয়েক বার রণবীর মুগ্ধতার কথা খোলাখুলি জানিয়েছে। সেটাও রঙ চড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।