logo

সত্যিকারের টম এন্ড জেরির সন্ধান মিলল! (ভিডিও সংযুক্ত)

সত্যিকারের টম এন্ড জেরির সন্ধান মিলল! (ভিডিও সংযুক্ত)

এমন কোনও মানুষ খুজে পাওয়া যাবে না, যে কিনা ছোটকালে টম এন্ড জেরি দেখে নি। ঘণ্টার পর ঘণ্টা এই একই কার্টুন দেখতে আমাদের কোন বিরক্তি ছিল না।

কিন্তু মাঝে মাঝে মনে প্রশ্ন জাগত আসলেই কি সত্যিকারে এরকম বিড়াল ও ইঁদুর রয়েছে যাদের সম্পর্ক টম এন্ড জেরির মত? এই নিয়ে অনেকের মাঝে জল্পনা কল্পনার শেষ নেই। তবে এবার সেই কল্পনার জট খুলল।

একটি ভিডিওতে দেখা গেল একটি বিড়াল ও ইঁদুর একসাথে একটি পাত্রে দুধ পান করছে। সেখানে বিড়ালটি চুপচাপ থাকলেও ইঁদুরটি জেরির স্বভাব-সুলভ আচরণে ব্যস্ত।