logo

বাঘ যখন বয়ফ্রেন্ড! (ভিডিও সংযুক্ত)

বাঘ যখন বয়ফ্রেন্ড! (ভিডিও সংযুক্ত)

ওয়াশিংটন, ২২ জানুয়ারি- পৃথিবীতে অনেকে বিভিন্ন ধরণের প্রাণী পালন করে থাকে। তবে সেক্ষেত্রে বেশিরভাগ মানুষ বিড়াল, কুকুর, পাখি ও অন্যান্য নিরীহ পশু-পাখি পালন করে থাকে। অনেক কম সংখ্যক লোক হিংস্র প্রাণী পালন করে থাকে। তবে আফ্রিকা, অস্ট্রেলিয়ার মত দেশে বাঘ, কুমির, সিংহ ইত্যাদি সব হিংস্র প্রানির সাথেই যেন মানুষের বসবাস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একজন নারী বাঘ পালন করেন। যেন তেন নয়, সে রয়েল বেঙ্গল টাইগারকে পালন করেন। সেই বাঘ কখনও তার কোলবালিশ, কখনও তার চুমু দেয়ার বন্ধু। বাঘের সাথে তার সময় কাটানোর মুহূর্ত দেখলে আপনিও চিন্তায় পরে যাবেন। এই বাঘগুলো তার সাথে কামড়-কামড় খেলা করে। আসলে কি এগুলো বাঘ নাকি এখন এই নারীর পাল্লায় পরে বিড়াল হয়ে গেছে তা বোঝা মুশকিল।

ভিডিও