logo

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ২৭ বাংলাদেশি গ্রেফতার, ২৬ জনকে ফেরত

সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ২৭ বাংলাদেশি গ্রেফতার, ২৬ জনকে ফেরত

সিঙ্গাপুর, ২০ জানুয়ারী- জঙ্গি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে ২৬ জনকে দেশে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। আজ বুধবার স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আটক বাংলাদেশিরা নগর রাষ্ট্রটির বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতেন।

আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন দেওয়া ২৭ বাংলাদেশিকে সিঙ্গাপুরে আটক করা হয়। গত বছরের বিভিন্ন সময় তাঁদের আটক করা হয়েছিল। এর মধ্যে ২৬ জনকে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কঠোর অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে ওই ব্যক্তিদের আটক করা হয়েছিল। তারা সবাই সন্ত্রাসী সংগঠনগুলোর সশস্ত্র জিহাদের মতাদর্শ সমর্থন করতেন।