logo

ভারতে জোড়া সন্তানের জন্ম, আরোগ্য কামনায় গোটা দেশ

ভারতে জোড়া সন্তানের জন্ম, আরোগ্য কামনায় গোটা দেশ

লকাতা, ২০ জানুয়ারী- কলকাতার কানপুরের একটি নার্সিংহোমে অনিতা দেবী নামে এক নারী জন্ম দেন জোড়া সন্তানের। দুই সন্তানের শরীর আবদ্ধ একটি হৃদপিণ্ড, ফুসফুস ও পাকস্থলিতে। অনিতা দেবীর জোড়া সন্তান যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনায় দিন গুনছে তাদের পরিবারসহ গোটা কানপুর শহর, গোটা দেশ।

১৬ জানুয়ারি এই জোড়া সন্তানের জন্ম হয় কানপুরের সরোজ নার্সিংহোমে। কলকাতার সংবাদমাধ্যম ২৪ঘণ্টার এক প্রতিবেদন থেকে এমন তথ্যই পাওয়া গেছে।

প্রতেবদনে থেকে জানা যায়, রিশি রাজপুত নামে এক ডাক্তার ওই জোড়া সন্তানের দেখা-শোনা করছেন। তিনি জানান, খুব ধীরে হৃদস্পন্দন হচ্ছে। তাদের বাঁচার আশা খুবই কম। তাদেরকে এই মুহূর্তে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে।

এদিকে অনিতা দেবীর স্বামী তাদের সন্তান জন্মানোকে দুর্ভাগ্যজনক বলেন। তিনি জানান, ‘আমাদের ভাগ্য খারাপ। ঈশ্বর রেগে আমাদের এমন শাস্তি দিলেন।’