logo

পুরনো জায়গায় ফিরে যাচ্ছেন সানি লিওন

আসিফ রহমান খান


পুরনো জায়গায় ফিরে যাচ্ছেন সানি লিওন

বলিউডে অভিষেকের পর থেকেই আলোচনার মধ্যমণি হয়ে আছেন সাবেক পর্ন তারকা সানি লিওন। তিনি যাই করেন না কেন তাই যেন সমালোচনার শিকার হন। সম্প্রতি মুক্তি পাচ্ছে তার সেক্স কমেডি নির্ভর ছবি ‘মাস্তিজাদে’। বলিউডে আসার পর জানিয়েও দিয়েছিলেন আর পর্ন ছবি করবেন না তিনি।

গত ৪ বছরে সানির যা জনপ্রিয়তা তা ছাপিয়ে গেছে খোদ শাহরুখ খানকেও। কিন্তু হটাৎ করে তিনি আবার তার পুরনো জায়গায় ফিরে যাচ্ছেন এমন কথা লিখেছেন টুইটারে। তাহলে কি তিনি তার পুরনো পেশায় ফিরে যাচ্ছেন?

তিনি পুরনো জায়গায় ফিরে যাচ্ছেন ঠিকই তবে পর্ন ছবিতে নয়, ফিরে যাচ্ছেন যার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু হয়েছিল। ‘বিগ বস’ এই আবার ফিরে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, তিনি ফিরছেন বিগ বসে। আসন্ন ছবি ‘মাস্তিজাদে’-র প্রোমোশনের জন্য বিগ বসের ঘরে যাচ্ছেন তিনি।