logo

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করছেন আলিয়া-সিদ্ধার্থ

Shamima Seema


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম করছেন আলিয়া-সিদ্ধার্থ

তাদের প্রেমের শুরু করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি থেকে। দুজনেরই একসঙ্গে প্রথম বলিউডে আত্মপ্রকাশ। অভিনয় থেকে বন্ধুত্ব, তারপর সম্পর্ক প্রেমে গড়াতে সময় লাগেনি। কথা বলিছি আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা সম্পর্কে। এতদিন চুপচাপ থাকলেও এবারে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রেমের প্রচার করলেন দুজন।

গত শনিবার ৩১ বছরে পা রাখেন বলিউডের এসময়ের সুদর্শন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। তাঁর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠালেন আলিয়া ভাট। এতদিন নিজেদের প্রেমের সম্পর্ক স্বীকার না করলেও শুভেচ্ছা বার্তায় প্রকাশ পেল তাদের ভালোবাসা।

জন্মদিনের শুভেচ্ছা বার্তায় আলিয়া লিখেছেন, ‘সুন্দর মানুষটিকে জানাই জন্মদিনের শুভেচ্ছা’। সেই বার্তার উত্তরে সিদ্ধার্থের জবাব ছিল এরকম, ‘থ্যাঙ্ক ইউ লাভ, বিগ হাগ’।
জানা গেছে, ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউডের নতুন এই প্রেমিক যুগল। টুইটার বার্তার পর বলিউডে এখন চর্চার একমাত্র বিষয়বস্তু আলিয়া-সিদ্ধার্থের প্রেম।