logo

সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়িকা শিরিন শিলা

মিঠু হালদার


সড়ক দুর্ঘটনার কবলে চিত্রনায়িকা শিরিন শিলা

ঢাকা, ১৫ জানুয়ারি- ঢাকাই ছবির নবাগত চিত্রনায়িকা শিরিন শিলা। ১৫ জানুয়ারি চলচ্চিত্র পরিচালক সমিতি ভুলতার সুবর্ণগ্রাম অ্যামিউসমেন্ট পার্কে আয়োজন করেছে একদিনের আনন্দ আয়োজনের।

আর সকালে সেখানে যাওয়ার পথেই রূপগঞ্জের রূপসিতে একটি বাসের সঙ্গে শিরিন শিলার প্রাইভেট গাড়িটির ধাক্কা লাগে। এতে তাঁর গাড়িটির সামনের অংশ ধূমরে মুচড়ে যায়। তবে তিনি শারীরিকভাবে অক্ষত রয়েছেন।

বিকেল সাড়ে চারটার কিছুটা পরে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনটি ছবি আপলোড করেছেন। ছবিতে দেখা যায় প্রাইভেটকারটির সামনে অংশটুকু দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে যাওয়ার সময় আমার শখের গাড়িটি সড়ক দুর্ঘটনার স্বীকার হয়েছে। সবাই আমার জন্য দোয়া করো।’

এ বিষয়ে শিরিন শিলা জানান, ‘এক সপ্তাহও হয় নি গাড়িটি কিনেছি। আমার গাড়ির চালকের কারনেই এ দুর্ঘটনাটি ঘটেছে। হালাকা ব্যথা পেয়েছি। তবে সেটি তেমন কোন বিয়ষ নয়।'

তিনি আরও জানান,‘গাড়িটির অনেক ক্ষতি হয়েছে। ড্রাইভার ভয়ে পালিয়ে গেছে। আমি বাসায় ফিরে এসেছি। গাড়ি ট্রাকে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তবে আমার শখের গাড়িটির এমন ধরনের দুর্ঘটনার শিকার হওয়াতে খুব খারাপ লাগছে।’

২০১৪ সালে মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘হিটম্যান’। এ ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটেছে।