logo

চলে গেলেন হ্যারি পটার তারকা অ্যালেন

চলে গেলেন হ্যারি পটার তারকা অ্যালেন

ওয়াশিংটন, ১৪ জানুয়ারি- বিখ্যাত 'হ্যারি পটার' সিনেমার তারকা অভিনেতা অ্যালান রিকম্যান মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করার পর বৃহস্পতিবার তিনি লন্ডনে মারা যান। ৬৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার পরিবার।

১৯৮৮ সালে অভিনয় জীবন শুরু হয় অ্যালেনের। হ্যারি পটার সিনেমায়  ‘প্রফেসর স্নেপ’ চরিত্রে অভিনয় করে ব্যাপক সুনাম অর্জন করেন। এর আগে ৪১ বছর বয়সে ‘ডায় হার্ড’ সিনেমায় অভিনয় করে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন।

এছাড়া রবিনহুড, প্রিন্স অফ থিভস ও রাজপুতিন সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

শুধু অভিনেতা নন, গায়ক হিসেবেও পরিচিত ছিলেন রিকম্যান। ১৯৯১ সালের টপচার্টে ছিলো তার ‘ট্রুলি, ব্যাডলি, ডিপলি’  গানটি। এর চার বছর পর এমা থম্পসনের সঙ্গে জুটি বাধেন তিনি।

২০০৩ সালে মুক্তি পায় তার বিখ্যাত গান ‘লাভ, অ্যাকচুয়েলি’ এবং ২০১০ সালে ‘দ্যা সং অফ লাউন্স’।

অভিনয় জীবনে অস্কার না জিতলেও গোল্ডেন গ্লোব, অ্যামি অ্যাওয়ার্ডস ও বাফটা পুরস্কার জিতেছেন অ্যালান রিকম্যান।