logo

এক বিজ্ঞাপনে তিন বলিউড সুন্দরী (ভিডিও সংযুক্ত)

Shamima Seema


এক বিজ্ঞাপনে তিন বলিউড সুন্দরী (ভিডিও সংযুক্ত)

লরিয়াল ব্র্যান্ডের শ্যাম্পুর এক বিজ্ঞাপনে দেখা মিলল তিন বলিউড সুন্দরীর। এই বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনাম কাপুর এবং ক্যাটরিনা কাইফ। এবার তাঁরা তিন জন একটি বিজ্ঞাপনে একই ফ্রেমে ধরা দিলেন।

ওই বিজ্ঞাপন সংস্থার কারণে ঐশ্বরিয়া, ক্যাটরিনা এবং সোনামকে দেখে খুশি হয়েছেন তাঁদের ভক্তরা। প্রসঙ্গত, একই ব্র্যান্ডের হয়ে কান উৎসবে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া, ক্যাটরিনা এবং সোনাম। কিন্তু তখন এক ফ্রেমে দেখা যায়নি তাঁদের।

যদিও সোনাম জানিয়েছিলেন, ক্যাটরিনা এবং ঐশ্বরিয়ার সঙ্গে কান ফ্যাস্টিভালে থাকতে পেরে ভালো লাগছে। আর এবার সোনামের সেই স্বপ্ন পূর্ণ হল। ওই সংস্থার বিজ্ঞাপনে একই ফ্রেমে পোজ দিলেন এই সময়ের তিন প্রথম সারির নায়িকা।