logo

সালমানের 'সুলতান' ছবির নায়িকা আনুশকা

সালমানের 'সুলতান' ছবির নায়িকা আনুশকা

মুম্বাই, ০৯ জানুয়ারি- সালমান খানের সুলতান ছবির নায়িকা কে হবে এই নিয়ে যেন বলিউডে আলোচনার শেষ নেই। কোন আন্দাজ করা যাচ্ছিল না যে কে হবে এই ছবির নায়িকা। প্রিয়াঙ্কা চোপড়া, পরিনিতি চোপড়া, কৃতি স্যানন সবার নামই শোনা গিয়েছিলো। তারপরও চূড়ান্ত হয়নি এই ছবির নায়িকা। সম্প্রতি ‘সুলতান’ ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন সালমান খান। তারপরও ঘোষণা হয়নি ছবির নায়িকার নাম।

অবশেষে সেই চূড়ান্ত নাম পেয়ে গেছেন ছবির পরিচালক আলী আব্বাস জাফর এবং প্রযোজক আদিত্য চোপড়া। আর সেই নায়িকার নাম হল আনুশকা শর্মা। সেই সঙ্গেই বিটাউনে তৃতীয় খানের সঙ্গেও আনুশকাকে অভিনয় করতে দেখবেন দর্শক।

এর আগে শাহরুখ খানের সঙ্গে ‘রাব নে বানা দি জোড়ি’ এবং আমির খানের সঙ্গে ‘পিকে’তে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এই ছবিতে একজন কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সালমান। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবি মুক্তি পাবে চলতি বছরের ঈদে।