logo

বিকিনি-সুন্দরীর হাতে কুপোকাত বিষধর! পিলে চমকানো ভিডিও? ভুল..

বিকিনি-সুন্দরীর হাতে কুপোকাত বিষধর! পিলে চমকানো ভিডিও? ভুল..

তোলপাড় পড়ে গিয়েছে ইন্টারনেটে! সানবাথ নেওয়ার সময়ে তেড়ে এসেছিল কেউটে। কিন্তু সুন্দরীর কাছে হার মানল সে।
সাপ হাতে সুন্দরী।

সানবাথ নিচ্ছিলেন সুন্দরী। পুকুরপাড়ে বসেছিলেন দিব্যি। আচমকা তেড়ে এল বড় কেউটে।

দক্ষিণ আফ্রিকায় তোলা এই ভিডিও দেখলে দেখলে দম বন্ধ হয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু তরুণী তাতে বিন্দুমাত্র ঘাবড়াননি। চট করে হাতে ধরে নিলেন কেউটে। ছুড়ে দিলেন পুকুরের দিকে।

এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে ইউটিউবে। কিন্তু, গল্পের শুরু এখানেই।

ভাল করে দেখলে বোঝা যায়, পুরো ব্যাপারটাই সাজানো। একের পর এক দর্শক সেটা ক্রমশ ধরেও ফেলেন। পরে যিনি তুলেছেন, তিনি স্বীকারও করে নেন, পুরো ব্যাপারটাই ফেক, নকল।

তিনি বলেন, ‘‘আমি ও আমার ভাই মিলে বোনকে ভয় পাওয়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ও ভয় তো পেলই না। উল্টে সাপটা ধরে ফেলল।’’

হতে পারে এটা সাজানো ঘটনা। কিন্তু সাহসিনীর কলজের তারিফ না-করে উপায় আছে?