logo

প্রভার বাইসাইকেল প্রীতি

প্রভার বাইসাইকেল প্রীতি

ঢাকা, ০৬ জানুয়ারি- নিজের গাড়ি নিজেই ড্রাইভ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে বাইসাইকেল চালাতে পারতেন না। মাস কয়েক আগের কথা। একটি নাটকে চরিত্রের প্রয়োজনে তাকে সাইকেল চালাতে হবে। কী উপায়! ‘উত্তরার দিয়াবাড়িতে মাত্র দশ মিনিটেই ওইদিন সাইকেল চালানো শিখে ফেলেছিলাম।’ বলছিলেন প্রভা। শিখে ফেলার সে মুহূর্ত ভিডিও-বন্দি করাও আছে তার কাছে। গতকাল সেটা ফেসবুকে পোস্টও করেছেন প্রভা। নিজেকে তিনি আখ্যা দিচ্ছেন ‘ভেরি কুইক লার্নার’ হিসেবে।

বলছিলেন, ‘আমার বন্ধুরা তো বিশ্বাসই করতে চায়নি। তারা ধরে নিয়েছে, আমি ইন্টারনেট ঘেঁটে কীভাবে সাইকেল চালাতে হয়- সে সংক্রান্ত টিপস নিয়ে, তারপরই নাকি নেমেছি!’ তবে প্রভার ‘খুব কাছের এক বন্ধু’ খুশি হয়ে তাকে একটি সাইকেলই উপহার দিয়েছেন। সেই থেকে প্রভা সাইকেল-প্রেমী।

যিনি যেখানে থাকেন, সেখানকার একদল মেয়েকে জুটিয়ে নিয়েছেন সঙ্গে। রাত বারোটার পর সবাই মিলে নিয়ম করে বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে। ‘ওই কম সময়ে শিখে ফেলা’র ঘটনার পরে এতো বেশি উৎসাহী হয়েছি যে, নিয়মিতই বের হই। তবে সাইকেলটা আমার চেয়ে বাবাই বেশি চালায়’- বলছিলেন প্রভা।