logo

ধোনির প্রেমিকা হচ্ছেন দিশা পাটানি

ধোনির প্রেমিকা হচ্ছেন দিশা পাটানি

শোনা যাচ্ছিল জ্যাকি শ্রফের পুত্র টাইগার নাকি হাবুডুবু খাচ্ছেন দিশার প্রেমে। দু’জনের কেমিস্ট্রি ঠিকঠাক জমে ওঠার আগেই ‘এম এস ধোনি’-তে মজলেন বলিউডে নবাগতা দিশা পাটানি ।

বেশ কয়েক বছর ধরেই লড়ে যাচ্ছিলেন দিশা। টাইগারের গার্লফ্রেন্ড হওয়া ছাড়া আর কোনও ভাবেই লাইম লাইটে আসতে পারছিলেন না। অবশেষে ব্রেক পেলেন ‘এম এস ধোনি’-র সৌজন্যে।  

মহেন্দ্র সিং ধোনির বায়োপিক বানাচ্ছেন পরিচালক নীরজ পাণ্ডে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিশা। যদিও ধোনির প্রাক্তন প্রেমিকা সেই অর্থে কোনওদিনই প্রকাশ্যে আসেননি। তাই চরিত্র খুঁজতে বেগ পেতে হয় পরিচালককে। শেষ পর্যন্ত অডিশন দিয়ে সুযোগ পান দিশা।

ছবিতে দিশার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ছবিতে ধোনির চরিত্রেই অভিনয় করছেন মিস্টার ব্যোমকেশ বক্সি।