logo

মুসলমানদের জন্য পাকিস্তানের চেয়ে ভারত ভালো

মুসলমানদের জন্য পাকিস্তানের চেয়ে ভারত ভালো

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি- অক্ষরধাম মন্দিরে হামলার দায়ে মুফতি আব্দুল কাইয়ুম মানসুরিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ২০০২ সালে। পরে ২০১৪ সালের মেমাসে সুপ্রিম কোর্ট তাকে খালাস দেয়। সোমবার তিনি বলেন, পাকিস্তানসহ বিশ্বের যেকোনো ইসলামিক দেশের চেয়ে ভারত মুসলিমদের জন্য তুলনামুলক ভালো।

গতকাল রোববার ভারতের একটি শহরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতে বসবাসে কোনো মুসলমানের লজ্জিত হওয়ার কিছু নেই।’ কারাগারের দিনগুলোর কথা তুলে ধরে মুফতি আবদুল কাইয়ুম বলেন, ‘একজন কয়েদি ছাড়া পেলেও তাঁর অতীত তাঁকে সব সময় তাড়িয়ে বেড়ায়। জেলখানায় থাকা মুসলমান বন্ধুর তুলনায় অনেক বেশি হিন্দু বন্ধু ও আইনজীবী আমার পক্ষে ছিল ও সমর্থন করেছে।’

সারভোদে ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠন এ বছর তাদের ডায়েরি মুফতি আবদুল কাইয়ুমকে উৎসর্গ করে। এ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৭ বছর ধরে সংগঠনটি বিশিষ্ট ব্যক্তিদের নামে তাদের ডায়েরি উৎসর্গ করে আসছে।