logo

আপনি কি ফেসবুকের ওপর নির্ভরশীল?

আপনি কি ফেসবুকের ওপর নির্ভরশীল?

আপনি যদি সংবাদ পড়া, গেম খেলা, নিজের পোস্টে কমেন্ট পড়া অথবা নতুন কোন বন্ধু তৈরি করার জন্য ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনি ফেসবুকের ওপর নির্ভরশীল। এমনটাই জানা গেছে নতুন একটি গবেষণায়। 

পালস ডটকমডট জি এইচের প্রতিবেদন অনুসারে, ইউনিভার্সিটি অব অ্যাকরনের যোগাযোগ বিভাগের সহকারী  অধ্যাপক অ্যাম্বার ফেররিস বলেন, ‘লক্ষ্যস্থানে পৌছানোর জন্য আমরা যত বেশি ফেসবুক ব্যবহার করবো তত বেশি আমরা ফেসবুকের ওপর নির্ভরশীল হয়ে পড়বো। পাশাপাশি যারা নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করেন তাদের নির্ভরশীলতা আরও বেশি।’

ফেসবুক নির্ভরতার কারণ নির্ধারণের জন্য গবেষক ৩০১ জন মানুষের ওপর এই গবেষণা চালান যাদের বয়স ১৮ থেকে ৬৮ এর মধ্যে। যাদের ওপর এই গবেষণা চালানো হয় তারা মাসে অন্তত একটি করে পোস্ট দেন ফেসবুকে। 

গবেষণায় দেখা গেছে, যারা নিজেদের বুঝতে একটি উপায় হিসেবে ফেসবুক ব্যবহার করেন তারা ভালো বন্ধু খুঁজতে এবং অন্যদের মনোযোগ পেতে পছন্দ করেন। এদের মধ্যে অমায়িক ব্যক্তিত্ব দেখা যায় কিন্তু অন্যদের তুলনায় এদের আত্নসম্মানবোধ কম থাকে। 

ফেররিস বলেছেন,‘তারা নিজেদের বুঝতে ফেসবুক বন্ধুদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।’