logo

জেলে গর্ভবতী হলেন নারী কয়েদি!

জেলে গর্ভবতী হলেন নারী কয়েদি!

নয়া দিল্লী, ০২ জানুয়ারী- অপহরণের মামলায় ভারতের শিবহর জেলে দিন কাটাচ্ছেন পূজা। আর সেখানেই অন্তঃসত্ত্বা হওয়ায় দেখা দিয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে ধন্দে পড়ে গেছেন শিবহর জেলসুপারও।

জানা গেছে, ২০১৩ সালে শিবহর জেলে থাকাকালীন পূজাকে প্রেমের প্রস্তাব দেন বিহারের গ্যাংস্টার মুকেশ পাঠক। পরে প্রশাসনের অনুমতিতে ওই বছরের অক্টোবরে জেলের মধ্যেই বিয়ে হয় মুকেশ পাঠক ও পূজার।

তবে বিয়ের পর জেলের পৃথক ওয়ার্ডে রাখা হয় তাদেরকে। ২০১৫ সালের ১৬ জুলাই চিকিৎসার সময় হাসপাতাল থেকে পালিয়ে যায় মুকেশ। এখনো তার সন্ধান মেলেনি।

এদিকে তিন মাস আগে পূজাকে শিবহর জেল থেকে মুজাফফরপুর জেলে স্থানান্তরিত করা হয়। আর তখনই পূজা জানান, তিনি গর্ভবতী। এমন খবর জানার পর মুজাফফরপুর জেলসুপারের নির্দেশে হাসপাতালে পরীক্ষা করা হয় গ্যাংস্টারের স্ত্রী পূজাকে। ডাক্তাররাও জানান, পূজা তিনমাসের গর্ভবতী।

পূজার নামে বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। অপহরণের পাশাপাশি পুলিশের উপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। কিন্তু সেসব ছাড়িয়ে এখন আলোচনার কেন্দ্রে জেলখানায় পূজার গর্ভবতী হওয়ার ঘটনা।